জাগো বৃষ ভানু

  • রাগ : Jogiya
  • তাল : Ektal

জাগো বৃষ ভানু

জাগো বৃষ ভানু নন্দিনী জাগো গিরিধারী।
জাগাইতে দুখ পাই, তবুও জাগাই – মোরা শুকসারী॥
তোমরা না জাগিলে ভুবন জাগে না,
সংসার ধর্ম কর্ম থাকে না,
তোমরা কুঞ্জে যদি নিত্য মধু হয়ে, মহাভাব-নিমগ্ন।

আর কে বাজাবে বেণু আর কে চরাবে ধেনু
কে আনিবে আনন্দলগ্ন।
কে আনিবে রাসলীলা হরির মাতন
কে আনিবে ফুলদল মধুর ঝুলন।
রাই জাগো, জাগো জাগো, শ্যাম রাই জাগো জাগো॥