তার কে গড়িল গৌর অঙ্গ

তার কে গড়িল গৌর অঙ্গ

নাটিক : ‘বিষ্ণু প্রিয়া’
তা’র কে গড়িল গৌর-অঙ্গ চাঁদে চন্দন মাখিয়া গো।
আমি শান্তি গো পাই তা’রে কোথাও রাখিয়া গো॥
এই বুঝি হবে চুরি সদা ভয় ভয়,
হৃদয়ে পাইয়া তবু কাঁপে এ হৃদয়।
নয়নে পেয়ে যে চাঁদে, তবু এ নয়ন কাঁদে
কোথা পাব হেন ঠাঁই, যথা আর কেহ নাই
থাকিবে দু’জন, গৌর আর গৌর-প্রিয়া গো॥