তুই পাষাণ গিরি মেয়ে

  • রাগ : kafi
  • তাল : Dadra

তুই পাষাণ গিরি মেয়ে

তুই পাষাণ গিরি মেয়ে হ’লি পাষাণ ভালোবাসিস্‌ ব’লে।
মা গ’রবে কি তোর পাষাণ-হৃদয় তপ্ত আমার নয়ন-জলে॥
তুই বইয়ে নদী পিতার চোখে
লুকিয়ে বেড়াস লোকে লোকে
মহেশ্বরও পায় না তোকে প’ড়ে মা তোর চরণতলে॥
কোটি ভক্ত যোগী ঋষি ঠাঁই পেল না তোর চরণে,
তাই ব্যথায়-রাঙা তা’দের হৃদয় জবা হ’য়ে ফোটে বনে।
আমি শুনেছি মা ভক্তি ভরে
মা ব’লে ডাকে তোরে
(তুই) অমনি গ’লে অশ্রু-লোরে ঠাঁই দিস তোর অভয় কোলে॥