তুমি যতই দহ না দুখের অনলে

  • রাগ : Misro chayanot
  • তাল : Ektal

তুমি যতই দহ না দুখের অনলে

তুমি যতই দহ না দুখের অনলে আছে এর শেষ আছে।
আগুনে পুড়িব নির্মল হব যার চরণের কাছে॥
দহনের শেষে বরষা আসিবে
করুণা ধারায় হৃদয় ভাসিবে,
এ-দিন রবে না, কুসুম ফুটিবে আবার শুষ্ক গাছে॥
তব ললাটের আগুন যখন পেয়েছি হে সুন্দর!
পাইব করুণা-জাহ্নরী-ধারা শীতল চাঁদের কর।
(ওগো) মঙ্গলময়, আঘাতের চলে
স্মরণ করায়ে দাও পলে পলে
এতদিন পরে আবার আমারে তব মনে পড়িয়াছে॥