তুমি যুগে যুগে নাথ আসিলে

তুমি যুগে যুগে নাথ আসিলে

তুমি যুগে যুগে নাথ আসিলে
দুখ নাশিলে ভালোবাসিলে
হে কৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ হরি।
তুমি ধরাধামে আস শত নামে
রাম পরশুরাম শ্যাম কংস-অরি।
ধরি পীড়িত মানবের বেদনার পথ
আসে বিপদ-তারণ তব দুর্জয় রথ১