তোমার লীলারসে হে কৃষ্ণ গোপাল

তোমার লীলারসে হে কৃষ্ণ গোপাল

তোমার লীলারসে হে কৃষ্ণ গোপাল ডুবিয়ে রাখ মোরে।
তোমার আনন্দ-ব্রজে হে নন্দ-দুলাল রাখিও সাথী ক’রে॥
যে গোঠে চরাও ধেনু কিশোর রাখাল
(সেথা) রাখাল বালক যেন হই চিরকাল,
যে ফুলেল গেঁথে মালা পরায় ব্রজের বালা
(যেন০ রাখাল বালক যেন হই চিরকাল,
যে ফুলের গেঁথে মালা পরায় ব্রজের বালা
(যেন) লুকায়ে তাকি সেই ফুলের ডোরে॥
যে যমুনা-জলে যে কদম-তলে তুমি বিহর, প্রিয়
যেথা রাধার সনে রহ নিরজনে সেথা মোরে ডাকিও।
লাখো জরম ল’য়ে লাখো যুগ আসিব
(তব) নিত্য-রাসলীলা রসে ভাসিব
মোক্ষ মুক্তি আমি চাহি না জীবন-স্বামী
হেরিব তোমারে শুধু নয়ন ভ’রে॥