মা তোর স্নেহ-প্রেম-বন্যা ঝরে

মা তোর স্নেহ-প্রেম-বন্যা ঝরে

(মা) তোর স্নেহ-প্রেম-বন্যা ঝরে ঘরে ঘরে কন্যা হয়ে।
তোর সৃষ্টি রাখেন সজীব, এঁরাই গঙ্গাধারার মত বয়ে॥
ঝর্না ঝরায় এঁদের স্নেহে
পুরুষ প্রাণে প্রতি গেহে
(এঁরাই) সতী শিব সীমন্তিণী প্রেম-মগ্ন পতি লয়ে॥