তোরা দেখে যা আমার কানাই

তোরা দেখে যা আমার কানাই

তোরা দেখে যা আমার কানাই সেজেছে নবীন নাটুয়া সাজে॥
তালে তালে ‍রুমুঝুমু, রুমুঝুমু চরণে নূপুর বাজে॥
ত্রিভঙ্গ হয়ে নাচে হেলে দুলে
টলে শিখী-পাখা চূড়া পরে টলে
হেসে পড়ে ঢলে গোপীদের কোলে
অপরূপ এই রসরাজে দেখে গলে যায় চাঁদ লাজে॥
রসের অমিয়া সাগর মথিয়া
মেঘ গলাইয়া আকাশ ছানিয়া
কে গড়িল কৃষ্ণ চাঁদে
সে যখন নাচে চরণের কাছে ত্রিভুবন-বাসী কাঁদে
এ কোন অপরূপ রূপধার এলো আমার আঙ্গিনা মাঝে॥