দাও দেখা দাও দেখা

দাও দেখা দাও দেখা

চলচ্চিত্র : ‘ধ্রুব’
দাও দেখা দাও দেখা হরি পদ্ম-পলাশ-লোচন!
এত কাঁদি, ডাকি, তবু শোন নাকি হে প্রভু ব্যথা-বিমোচন!
শুনিয়াছি হরি জননীর কাছে
তুমি আছ যার, তার সব আছে
তুমি অনাথের নাথ –
কেহ নাই যার তুমি আছ তার অনাথের নাথ!
(আমি) অনাথ বালক, জগৎ জগৎ-পালক, দাও শ্রীচরণ শরণ’॥