নওল কিশোর শ্যামল এলো

নওল কিশোর শ্যামল এলো

নওল কিশোর শ্যামল এলো মধু-জ্যোৎস্নায় নাহিয়া।
নবনী-গলানো লাবনি জরে রস-বিগ্রহ বাহিয়া॥
বনে উপবনে কুসুম ছড়ায়ে
নীরদ-কণ্ঠে বিজলি জড়ায়ে
বেণু বাজায়ে ধেনু চরায়ে ‘রাধা রাধা’ গান গাহিয়া॥
আমার হৃদয়-ব্রজধামে একি রাস-উৎসব, সজনী,
নিশিদিন আমি শুধু চাঁদ হেরি, পোহায় না মোর রজনী।
তারে কারো ব’লে কে করে উপহাস
আনে সে এমন আনন্দ রস,
যত দেখি তত বাড়ে সে তিয়াস (ঐ) ঘনশ্যম পানে চাহিয়া॥