নওল শ্যাম তনু গোরীর পরশে

নওল শ্যাম তনু গোরীর পরশে

নওল শ্যাম তনু গোরীর পরশে গো গলে পড়ে নবনীর প্রায়।
কোমল শিরীয় ফুল ঝরিয়া পড়ে যেন মৃদুল আলতো হাওয়ায়॥
দুহু তনু থর থর গরগর গরবে প্রেম’রস আলসে,
মাধবী শ্রী যেন লতা হয়ে জড়াল মাধবে লালসে।
(রাই শ্যাম জড়াল; পাষাণ শিলার বুকে বিগলিত হয়ে যেন চন্দন, গড়াল,)
কোলের হরিণ ফেলে আকাশের চাঁদ নীল উৎপল নিল কোলে
হরিদ্রা রঙে হরি অঙ্গ আর্দ্র্য হয়ে পীত বসন রূপে দোলে,
(দোলে দোলে গো – প্রীতির রঙে পীত বসন হ’য়ে হরি দোলে দোলে গো।)
আঁধারের কোলে হেন রসের প্রদীপ
কালো কদম গাছে যেন ফুটিয়াছে নীপ
রতন দেউল যেন নীলার বিগ্রহ – রাই হৃদে কৃষ্ণ কিশোর
কৃষ্ণ ফাঁদ যেন ধরেছে সোনার চাঁদে চোর আজি ধরিয়াছে চোর।

(চোরে চোর ধরেছে গো – ননী-চোর আজি বাঁশি চোর ধরেছে গো
বসন-চোরা আজি নূপুর চোর ধরেছে গো)
পীত ধড়া বিগলিত নীল সাড়ি বিজড়িত সিন্দুরে চন্দনে মাখামাখি গো
কে যে শ্যাম কে যে রাই চেনার উপায় নাই,
(শ্রী) চরণ দেখিয়া শুধু চেনে এ আঁখি গো।