নন্দলোক হতে আনন্দলোক হতে

নন্দলোক হতে আনন্দলোক হতে

নন্দলোক হতে (আনন্দলোক হতে) আমি এনেছি রে মহামায়ায়।
এনেছি মা মহামায়ায়।
বন্ধ যথায় বন্দী যত কংসরাজার অন্ধকারায়॥
বন্দী জাগো! ভাঙো আগল,
ফেল রে ছিঁড়ে ফেলে মুক্তলোকে বেরিয়ে আয়॥
আমার বুকের গোপালকে রে রেখে এলাম ‘নন্দালয়ে’
সেইখানে সে বংশী বাজায় বাজায় আনন্দ-গোপ-দুলাল হয়ে।
মা’র আদেশে বাজাবে সে
অভয় শঙ্খ দেশে দেশে,
(তোরা) নারায়ণী সেনা হবি, এবার নারায়ণীয় কৃপায়॥