নন্দ দুলাল পিয়াল তমাল

  • রাগ : Dhani
  • তাল : Trital

নন্দ দুলাল পিয়াল তমাল

নন্দ-দুলাল পিয়াল-তমাল বনচারী,
মম নয়ন-মন তব দরশন-ভিখারি।
এসো হে ঘনশ্যাম বরিষণে, নীলমণি
এসো ননী-চোর শিখি-পাখা-ধারী॥
এসো হেলে দুলে নূপুর পায়ে যমুনা-তরে।
এসো নয়ন-নীরে নিরজনে ঘন তিমিরে।
শ্যাম ব্রজরাজ মদন-মনোহারী গিরিধারী
এসো হরি ডাকে কাঁদি’ গোপনারী॥