নব নীরদ ঘনশ্যাম হে

নব নীরদ ঘনশ্যাম হে

নব নীরদ ঘনশ্যাম হে!
মোর চোখের চাতক রূপের তৃষ্ণায় ঝুরে মরে অবিরাম হে!
মোর মনের মাধবী শুকাইয়া যায় না হেরি কৃষ্ণ মেঘে,
মোর রাতের স্বপন দিবসে মিলায় প্রেম রহে একা জেগে।
ফেলে ফুল-মালা করি জপমালা প্রিয় নাম হে!
যবে আমার মনের মাধবী-বিতানে আসিবে হে নবমালী,
যদি ফুল নাহি থাকে ফুলের মতন আপনারে দিব ডালি।
মোর তনু হবে তব পূজার কুসুম মোর প্রাণ হবে ব্রজধাম হে!