নাচে ঐ আনন্দে নন্দ দুলাল

  • রাগ : Khambaj
  • তাল : kaharba

নাচে ঐ আনন্দে নন্দ দুলাল

নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল
তাতা থৈ তাতা থৈ – নাচে বৃন্দবনে হরি ব্রজ-গোপাল॥
ছন্দ নামে, দক্ষিণে বামে,
টলে বাঁকা শিখী-পাখা।
উছল যমুনা-জলে বাজিছে তাল। নাচে নন্দ-দুলাল॥
বিরাট খেলে হের আজ শিশুর রূপে,
স্বর্গে কাঙাল করি’ ধরায় এলো চুপে চুপে।

এত রূপ কেমনে দেখি,
দিলে কেন দুটি আঁকি
তাহে আবার পলক পড়ে;
আজি বিশ্ব-পালক হ’ল বালক রাখাল॥