নাচো বনমালী করতালি দিয়া

নাচো বনমালী করতালি দিয়া

চলচ্চিত্র : ‘ধ্রুব’
নাচো বনমালী করতালি দিয়া হেলে দুলে ধিয়া তাধিয়া।
মধুর ছন্দে নাচো আনন্দে আমার প্রাণ নাচাইয়া।
একবার নাচো হে –
বাঁকা শিখী পাখা বামে হেলায়ে, বাঁকাশ্যাম একবার নাচো হে।
বাকা নয়ন প ীত-বসন, বনমালা গলে নাচ iহে।
এসো ত্রিভঙ্গ ঠামে শ্যামরায় –
‘দক্ষিণে বামে ছন্দ নামে’ রুমুঝুমু নূপুর-পায়॥
অলক-তিলক আঁকা, শিরে শিখী পাখা, এসো মন-বন-ছায়ায়।
ঐ শুনি তার বাজে বাঁশরি আসে ঐ আসে প্রাণের হরি॥
কোটি অমল কমল-গন্ধে,
আসে দশদিক আমোদিত করি’
এলো ঐ এরো প্রাণের হরি॥