নাম জপের গুণে ফল্‌ল ফসল

নাম জপের গুণে ফল্‌ল ফসল

নাম জপের গুণে ফল্‌ল ফসল চোখ মেলে দেখ্‌ আজ।
তোর মন-দেউলে হেলে দুলে নাচের রসরাজ
প্রেমের ঠাকুর রসরাজ॥
নামের মহামন্ত্র দিয়ে
(বে৭ধে) আনলি কা’রে’ দেখ্‌ তাকিয়ে,
ত্রি-জগৎ-পতি দাঁড়িয়ে দ্বারে প’রে কাঙাল সাজ॥
(নাম) জপের গুণে থির হল যেই চঞ্চল তোর মতি,
(মন-) দর্পণে সেই দেখা দিলেন প্রিয় জগৎ-পতি।
আর অশান্তি নাই, নাই দুঃখ শোক
আনন্দময় হ’ল ত্রিলোক,
দেখ বিশ্ব-ভুবন চন্দ্র-রবি সৃষ্টি প্রলয় স্থিতি সবই
তোরই হৃদয়-মাঝ॥