নীলবর্ণা নীলোৎপল

নীলবর্ণা নীলোৎপল

নীলবর্ণা নীলোৎপল-নয়না শাকম্ভরী।
শত চোখে শত নীল পদ্ম ফুটিয়াছে মরি, মরি।
দয়াময়ী মার কর-পল্লবে
ফল-মূল ফুল-পল্লব শোভে,
ক্ষুধা তৃষ্ণা ও জরা নাশিনী মহাদেবী, বিষহরি॥
দারুণ দৈন্য দুর্ভিক্ষে ও অনাবৃষ্টির কালে

(এই) জননী আমার শতাক্ষীরূপে শস্যের বৃষ্টি ঢাল।
নাশি’ দুর্গম দৈত্যে জননী
হলেন দুর্গা দুষ্ট-দমনী,
ইনিই পার্বতী বিশোকা চণ্ডী, কালী পরমেশ্বরী॥