পাষাণ যদি হতে তুমি

পাষাণ যদি হতে তুমি

পাষাণ যদি হতে তুমি অনেক আগে গলে যেত।
দেবতা যদি হতে তুমি আমার কাঁদন শুনতে পেতে॥
প্রেমিক নহ তুমি কপট
তুমি নিঠুর সুন্দর শঠ
এড়িয়ে তুমি চল সে পথ যে পথে দিই পরান পেতে॥
তৃষ্ণার জল নহ তুমি ছলনাময় মরীচিকা
প্রদীপ হয়ে কাছে ডেকে পুড়িয়ে মার অগ্নি-শিখা।
দেখে মোর যাতনা দিবস যামী
হয়ত তুমি গলবে স্বামী
তোমার পাষাণ বিগ্রহ তাই রেখেখি হৃদ মন্দিরেতে॥