পাষাণী মেয়ে আয়

পাষাণী মেয়ে আয়

নাটিকা : ‘সতী’ নাট্যকার : মন্মথ রায়
পাষাণী মেয়ে! আয়, আয় বুকে আয়্‌
জগত জননী হয়ে কি মাগো জননীরে কাঁদায়॥
রাজার দুলালী কোন অভিমানে
ভিখারিনী হয়ে বেড়াস শ্মশানে
ত্রিলোকের যত পতিত অধমে ঠাঁই দিয়েছিস পায়॥
তোর সোনার বরণ হইয়াছে কালি বলে এসে কত লোকে,
কুস্বপন দেখে জেগে উঠি প্রাতে ধারা বহে মাগো চোখে –
ক্ষীর নবনীর থালা কাছে রাখি
কাঁদি আর তোর নাম ধরে ডাকি
তোরে যে মাগো খোঁজে মোর আঁখি প্রতি-রূপ-প্রতিমায়॥