পায়ের বেড়ি কাটল না

পায়ের বেড়ি কাটল না

পায়ের বেড়ি কাটল না তোর আরো আঘাত হানতে হবে।
ওরে আরো নিষ্ঠুর হ হয়ত শিকল টুটবে তবে॥
পালিয়ে যেতে চাইবি যত
প্রহরীরা ঘিরবে তত
যত ফাঁকি চা্ইবি দিতে (ওরা) ততই সজাগ হয়ে রবে॥
মায়ার ডোরে বন্দী ওরে সহজে কি মুক্তি মেলে
আয় বেড়িয়ে মিথ্যা সুখের জতু গৃহে আগুন জ্বেলে॥
বাঁধতে তোরে আসবে ধেয়ে
কাঁদতে কাঁদতে ছেলেমেয়ে
দেখবি না পিছনে চেয়ে (এসব) মায়ার খেলা বুঝবি যবে॥