প্রেম অন্ধ হে ভিখারি

প্রেম অন্ধ হে ভিখারি

প্রেম অন্ধ হে ভিখারি, কার কাছে ভিক চাও?
আমি তোমার মত ভিখারিনী হায় দেখিতে পাও না তাও॥
তব আহ্বানে তনু প্রাণ মন
চৈতালী ঝড়ে ফুলের মতন
ছড়াইয়া পড়ে দিক দিগন্তে কে তুমি বলে যাও॥
(প্রেম) ভিক্ষার ছলে জাগাতে আসিলে এ কি প্রেম-অনুরাগ?
নীরস নয়নে বহালে যমুনা হৃদয়ে ছড়ালে ফাগ (গো)।
(আর) কর না ছলনা কে তুমি বল
(মোর) করিলে এমন রস বিহ্বল
তুমি যে প্রেমে হলে অন্ধ ভিখারি মোরে সেই প্রেম দাও॥