নিরুদ্দেশের পথে আমি

  • তাল : Dadra

নিরুদ্দেশের পথে আমি

নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিত্য নূতন রূপে আবার আস্‌বো এই হেথাই॥
চাঁদ্‌নী রাতের বাতায়নে, রইবে চেয়ে’ উদাস মনে
বলবো আমি – হারাইনি গো, নাই ভাবনা নাই
আকাশ থেকে তারার চোখে তোমার পানে চাই॥
তুমি আকুল হয়ে ফিরবে কেঁদে’ যে বনপথ বেয়ে’
ঝরা-মুকুল হয়ে আমি সে-পথ দেব ছেয়ে’।
তোমায় ভালোবেসে সাধ মেটেনি স্বামী
মরেও রতে পারবো না তাই আমি
দূরে গিয়ে দেখ্‌বো তোমায় কাছে যাদি পাই॥