বন কুসুম বল্‌ রে তোরা

  • তাল : -

বন কুসুম বল্‌ রে তোরা

বন-কুসুম! বল্‌ রে তোরা কোথায় বনমালী?
যাঁহার আশায় ফুটে থাকিস্‌ গহন বনের ধারে॥
(ফুটে থাকিস্‌ রে, ও ফুল, ফুটফুটে জোছনাতে ফুটে থাকিস রে)
তোরাও কি মোর মত চাহিয়া তার পথ ফুটে আছিস রে॥
ও যমুনা ছুটে চলিস্‌ কোন্‌ সাগরের টানে
আমার শ্যাম-সাগর কোথায় তোর সাগর কি জানে?
ওরে সাগর! দুলে উঠিস যে চাঁদকে দেখে,
সে চাঁদ যে চাঁদ হল মোর চাঁদের সুধা মেখে
(সে কোন গগনে থাকে রে?
আপনাকে সে চাঁদ সুরুষের আড়াল দিয়ে রাখে রে।)
ওরে বাতাস, বাউল হয়ে দেশে দেশে খুঁজিস কারে
ওরে আকাশ, ধেয়ান-মগন চির জনম চাহিস যারে,
সেই ত আমার প্রিয়তম
জনম জনম বল্লভ সেই মোর, সাধনা মম।
আয়রে সবাই ডাকিব মোরা কেঁদে কেঁদে তারে গভীর প্রেমে,
করুণা-সিন্ধু নাম শুনি তার অবিরাম
(সে) হয়ত অনুরাগে আসিবে নেমে॥