বনে বনে খুঁজি

  • তাল : -

বনে বনে খুঁজি

বনে বনে খুঁজি মনে মনে খুঁজি
চঞ্চল গোকুল-চন্দে।
খুঁজি যমুনার তীরে খুঁজি আঁখি নীরে
রাখালের বাঁশরিতে নূপুর-ছন্দে॥
খুঁজি সে কৃষ্ণে কৃষ্ণাতিথিতে
খুঁজি সে মাধবে মাধবী নিশীথে
খুঁজি সে শ্যামলে তমাল কুঞ্জে
মালতী মালায় হরি-চন্দন-গন্ধে॥
কংস বলে তাঁরে মধুকৈটভারি,
উদ্ধব বলে, তিনি প্রভু মুরারি
রুক্ষ্মিণী বলে, হরি জীবন-স্বামী মোর
রাধিকা বলে তারে, প্রীতম চিত-চোর।
শুক সারি বলে, আছে সে নামে
গোপী কয় সে রয় রাধারে লয়ে বামে,
গোষ্ঠে থাকে সখা, বলে শ্রীদামে
কোলে ঘুমায়, বলে যশোদা নন্দে॥