বিয়ে হয়েও সাজ্‌ল না বৌ

  • তাল : -

বিয়ে হয়েও সাজ্‌ল না বৌ

বিয়ে হয়েও সাজ্‌ল না বৌ শিবানী মোর তেমনি আছে।
মাথায় ঘোম্‌টা দেয় না মেয়ে হাসে বসে শিবের কাছে।
যেমন মেয়ে তেমনি জামাই
সাজ সজ্জার নাইক বালাই
ডাকাত মেয়ের ভয় ডর নাই, দাঁড়িয়ে শিবের বুকে নাচে॥
সে লাজ শরমের ধার ধারে না, বেড়ায় শিবের কোলে চড়ে,
যেন বুনো পায়রা দুটি, যেন বুনো মানিক জোড়ে।
শিবকে আধেক অঙ্গ দিয়ে
শিবের আধেক অঙ্গ নিয়ে
(আমার) ভুবন মোহিনী উমা হর-গৌরী সাজিয়াছে॥