বেণু বাজাই বাজাই হৃদয় বনে

  • তাল : -

বেণু বাজাই বাজাই হৃদয় বনে

বেণু বাজাই – বাজাই হৃদয় বনে।
(বৃন্দাবনে নয়, হৃদয়-বনে গো)
প্রেমে গোলক হতে ভূলোকে আসি নেমে
খেলি প্রেমিকের সনে (লুকোচুরি গো)।
মা যশোদা স্নেহ-ডোরে বাঁধিয়া রাখে মোরে,
প্রেমের গুণে কাঁদি রাধিয়া পায় ধরে –
রাখাল সেজে আমি গোঠে যাই গো-চারণে।
(প্রীতিতে-গলে মন বৈকুণ্ঠ ফেলে আমি গোঠেই যাই গো-চারণে)॥