বঁধু সেদিন নাহিক আর

  • তাল : -

বঁধু সেদিন নাহিক আর

বঁধু সেদিন নাহিক আর।
যবে রাধার বিহনে আঁধার দেখিতে ত্রিভুবন সংসার॥
তার বেশের লাগিয়া দেশের ফুল যে আনিতে চয়ন করি।
নিতি বেশের লাগিয়া দেশের ফুল যে আনিতে চয়ন করি।
নিতি গোকুলের পথে, বনে, যমুনাতে বাঁমরি বাজাতে হরি।
(‘রাধা, রাধা’ বলে ডাকিতে কতই ছলে হে রাধা ব’লে,
আমরা সবই জানি, তোমার গুণের কথা সবই জানি সখা হে)
আজ শত সে চন্দ্রাবলী নিয়ে কর ঢলাঢলি
কত অলি-গিলি ফের শ্যাম,
তাই যমুনার জলে লাজে ডুবিয়া মরেছে সখা,
যে বাঁশিতে নিতে রাধা নাম (সখা হে)
তুমি বলেছিলে হরি;
তুমি নীল তনু হ’লে স্মরিয়া রাধার নীলাম্বরী।
আজ গেছ ভুলে, সে সব কথা গেছে ভুলে,
অনেকের আছে অনেক যে নাথ, জানে এই সংসার
তোমা বিনা আর কেহ নাই সখা অভাগিনী রাধিকার॥