ব্রজ বনের ময়ূর

  • তাল : -

ব্রজ বনের ময়ূর

ব্রজ-বনের ময়ূর! বল কোন্‌ বনে শ্যামের নূপুর বাজে।
ওরে গোঠের ধেনু! কোথায় বাজে বেণু
(মোরে) নিয়ে চল সেই বনের মাঝে॥
ওরে নীপ-বন বল্‌ কোথা লুকালো শ্যামল?
বল্‌ যমুনার জল কই মোর চঞ্চল?
বল্‌ লুকালি কোথায় ওরে রাখাল আমার রাখাল-রাজে॥
ওরে কৃষ্ণ-ভ্রমর বল্‌ করুণা করি’
কোন্‌ কুঞ্জে রহে মোর কিশোর হরি?
ওগো মাধবী লতা মম মাধব কোথা
কোথা মদন-মোহন বল ব্রজ-নাগরী।
যদি দেবে না দেখা সেই কলঙ্কী চাঁদ
কেন ঘর ভুলালো পেতে মোহন ফাঁদ
কেন আনিল ব্রজে ভিখারিনী সাজে॥