মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ

  • তাল : -

মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ

মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ
করে রাস-কেলি সঙ্গে রাধাপ্যারী মদন মোহন॥
(যেন) মেঘের কোলে সৌদামিনী খেলে
(যেন) তমাল ডালে স্বর্ণলতা দোলে,
নীল গগন-থালায় যেন জোছনারই চন্দন॥
তারাগণ মধ্যে যেন চাঁদের উদয়
নীল কমলে যেন সোনার পরাগ রয়
নীল গিরিতে যেন ঝর্নার হরষণ॥
পূর্ণিমা কৃষ্ণা রাতি একই তিথিতে
জড়াজড়ি করে নাচে মাধবী-বীথিতে
আনন্দ-গোলক হ’ল আজি মধুবন॥