মা ব্রহ্মময়ী জননী

  • রাগ : Kafi shindhu
  • তাল : Joloj ektal

মা ব্রহ্মময়ী জননী

মা ব্রহ্মময়ী জননী১ মোর (মোরে) অব্রাহ্মণ কে বলে।
শ্যামা নামের জঠরে মোর নবজন্ম ভূতলে॥
শ্রী চণ্ডিকারে মা বলে রে আমি হলাম দ্বিজ,
[আমি দ্বিতীয় বার জন্ম নিলাম
চণ্ডিকারে মা বলে আমি দ্বিতীয় বার জন্ম নিলাম]
মা আদর করে নাম দিয়েছেন পুত্র মনসিজ।
রুদ্রাক্ষ মালার যজ্ঞোপবীত মা পরালেন মোর গলে॥
মোরে কে কবে অস্পৃশ্য বলে দিয়েছিল গালি
আমি কেঁদেছিলাম মা বলে, তাই মা হল মোর কালি
মা হলেন ভদ্রকালী।
যারা আমায় ঘৃণা করেছিল আগে
আজ মায়ের কোলে তাহাদেরই ডাকি অনুরাগে,
চণ্ডাল আজ কমল হয়ে ফুটল মা’র চরণ-তলে২॥