মাগো তোমার অসীম মাধুরী

  • তাল : -

মাগো তোমার অসীম মাধুরী

মাগো তোমার অসীম মাধুরী বিশ্বে পড়িছে ছড়ায়ে।
তোমার আঁখির স্নিগ্ধ লাবনি ঝরিছে গগন গড়ায়ে॥
কুমুদে কমলে দীঘি সরোবরে
তোমার পূজাঞ্জলি থরে থরে,
তব অপরূপ রূপ বিহরে নিখিল প্রকৃতি জড়ায়ে॥
অরুণ কিরণে হেরি মা তোমারি মুখের অভয় হাসি;
নাচে আনন্দে নদী তরঙ্গ প্রাণে প্রাণে বাজে বাঁশি।
আগমনী গায় সৃষ্টি অশেষ
ধ্যান ভেঙে চায় হাসিয়া মহেশ
তোমারে পূজিতে পূজারিণী বেশ ধরণীরে দিল পরায়ে॥