মা গো ভুল করেছি

  • তাল : -

মা গো ভুল করেছি

(মা গো) ভুল করেছি, চোরের রাজায় ছেড়ে দিতে বলে।
সে এবার এলে শক্ত করে বাঁধিস উদূখলে।
(সেই খল কপটে বাঁধিস উদূখলে)॥
মা জানত কে যে এমনিভাবে
সে ভাড়া পেলেই পালিয়ে যাবে
মা ভুলব না আর সেই মায়াবীর কাজল চোখের জলে॥
প্রেম-প্রীতি-ডোর বাহুর বাঁধন করুণ চেখের জল
আন্‌ব মাগো বাঁধতে তারে (আছে) যার যাহা সম্বল।
তারে নীল যমুনা বন উপবন
সবাই মিলে ঘিরবে যখন
দেখব কেমন করে তখন পালায় সে কোন ছলে॥