মান যদি করি প্রিয়

  • তাল : -

মান যদি করি প্রিয়

মান যদি করি প্রিয় তুমি এসে ভাঙায়ো
ক্ষমা সুন্দর পায়ে দিয়ো দিয়ো স্থান।
(স্থান দিয়ো হে, আমায় ক্ষমা সু্ন্দর পায়ে স্থান দিয়ো হে)
রেখো রেখো দাসীর সে মান।
রাখ চরণে তব লাখ চন্দ্রাবলী শত শত গোপীকা।
তোমার হৃদয় যেন হে প্রিয় মাধব
একাকিনী এ দাসী হয় মাধবিকা মাধব
(আমি আর কিছু চাই না
যেন রাই হয়ে মানের এ মান হারাই না, আর কিছু চাই না)
তোমার হৃদয়ে যেন হে প্রিয় মাধব
একাকিনী এ দাসী হয় মাধবিকা মাধব॥