মোর প্রিয়জনে হরণ ক’রে

মোর প্রিয়জনে হরণ ক’রে

মোর প্রিয়জনে হরণ ক’রে তুমি প্রিয় হ’লে।
এবার ছেড়ে যেয়ো না নাথ থাক চোখের জলে॥
যারা ছিল তোমায় আড়াল ক’রে
তুমি তাদের নিলে হ’রে
এবার, ত্রিভুজনে তুমিই শুধু রইলে আমার ব’লে॥
তুমি তাদের দিয়েছিলে (তুমিই) ডেকে নিলে কাছে।
তোমার দেওয়া তুমি নিলে, মোর কি বলার আছে।
হে নাথ, ভবে রইল না আর
কারুর তরে ভাবনা আমার,
তুমি ব’সো এবার শূন্য আমার হৃদয়-পদ্ম দলে॥