যবে শুভ দরশন

  • তাল : -

যবে শুভ দরশন

যবে শুভ দরশন সূয নারায়ণ ওঠেন ভোরে
নারায়ণের নাম জপিয়া জাগি যেন মধুর স্বরে
হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে।
সারাদিন-মান কাজের মাঝে
অন্তরে যেন মোর শ্রীহরি রাজে
প্রাণে অনুখন যেন বাজে, প্রেম ভরে
হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে।
বেলা শেষে নামে আঁধার যবে
পরান জুড়ছি যেন শ্রীহরি স্তবে,
কাজের শ্রান্তি ভুলি স্মরি যাদবে যুক্ত করে
হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে॥
গভীর নিশীথ যবে ভুবনে ঘনায়
তন্দ্রা-মগ্ন যবে আমি নিরালায়
শোনাব কৃষ্ণ নাম চন্দ্র তারায় চরাচরে বিশ্ব চরাচরে।