যমুনার জল দ্বিগুণ হয়েছে

  • তাল : -

যমুনার জল দ্বিগুণ হয়েছে

যমুনার জল দ্বিগুণ হয়েছে চাঁদ কি উঠেছে গগনে?
(শ্যাম-চাঁদ কি উঠেছে গগনে’)
চন্দন-রজ-সুগন্ধ পাই ব্রজের মন্দ পবনে।
মৃদু মৃদু বহে মন্দ পবন
ব্রজ হ’ল যেন নন্দন-বন,
আনন্দ আজ উথলি উথলি উঠিছে ভবনে ভবনে॥
কৃষ্ণ চূড়ার ডালে নাচে ময়ূর
তালে তালে বাজে চুড়ি কাঁকন কেয়ুর।
বন হতে ছুটে এলো হরিণী হরিণ ওরা বুঝি শুনিয়াছে শ্যামের নূপুর
শ্বসিয়া শ্বসিয়া ওঠে বেণুকার বন ও বুঝি শুনিয়াছে গো বাঁশরি কানুর।
সখি আন ঘরে যেতে হাত হতে তাই প’ড়ে গেল বুঝি থালিকা,
কাঁপে ঘন ঘন বাম নয়ন, শিহরে কণ্ঠে মালিকা।
বন-মালী কি এলো গো
অঞ্চল লয়ে খেলে তাই কি চঞ্চল বায়ু এলোমেলো গো?
সখি কেবলই নয়ন জলে ভ’রে আসে বল্‌লো কেমন ক’রে
কিশোর চাঁদের চাঁদ মুখখানি দেখিব নয়ন ভ’রে?