যার তরিবার আশা নাই

  • তাল : -

যার তরিবার আশা নাই

নাটক : ‘অর্জুন বিজয়’

যার তরিবার আশা নাই, তাহার তরে আমি বাহি তরী।
(মোর) শরণ যে চায় আমি অমনিতায় এসে বুকে ধরি॥
ভক্ত কাঁদিলে কাঁপে আমার আসন গো কাঁদে মোর মন –
যার অঙ্গের আঘাত ফুটে ওঠে আমার অঙ্গ ভরি॥