সখি যে অঙ্গুলিতে রং

  • তাল : -

সখি যে অঙ্গুলিতে রং

(সখি) যে অঙ্গুলিতে রং গুলিয়াছ এত কুঙ্কুম ফাগ
আমার বক্ষে লাগিবে কখন সেই আঙুলের দাগ॥
যে রং ছড়াও অশোকে পলাশে
যে আবির মাখো উদাস আকাশে
ফাগুন বাতাসে গো –
আমার নয়নে পড়িবে কখন সেই রঙের পরাগ॥
যে রঙের লোভে শ্যাম তব পায়ে আলতা হইতে চায়
তব শ্রীচরণ ধুয়ে সেই রং ঢেলে দাও মোর গায়।
তুমি যে প্রেমের রঙে রাঙিয়া কিশোরী
পৃথিবীতে আনো হোরির লহরি হরি-প্রেম-হোরি –
(হে) কৃষ্ণা-প্রিয়া, কবে দেবে মোরে সেই প্রেম অনুরাগ॥