যৌবনে যোগিনী সাজিয়া

  • রাগ : Desh misro
  • তাল : -

যৌবনে যোগিনী সাজিয়া

যৌবনে যোগিনী সাজিয়া লো সজনী
খুঁজি বন-মালীরে বনে বনে
শুনি তার বাঁশরি কুল-লাজ পাশরি
পথে পথে যাই তারি অন্বেষণে॥
হেরেছি বৈশাখে তার মোহন-চূড়া কৃষ্ণচূড়ায়
হেরিছি ঘূর্নি ঝড়ে চাঁচর তার চিকুর ওড়ায়।
হেরেছি আষাঢ়-মেঘে নব দুর্বাদলশ্যামে
শ্রাবণ বারিধারায় তারি নূপুর-ছন্দ নামে
রাখালিয়া বেণু শুনি ভাদর নদীতটে
বনশীওয়ালারে মোর পড়ে মনে॥
তাহারি শীতল পরশ হেমন্তিকার হিমেল হাওয়ায়
মায়াবী গুণ্ঠন তার শীতের ধূসর কুহেলিকায়।
বসন্তে দোলে তাহার বাসন্তী রং পীত ধড়া
চোখে ধরেছি তারে বুকে তবু যায় না ধরা।
জনমে জনমে সখি সে আমার আমি তার
জবিনে মরণে বিরহে মিলনে॥