সোনার বরণ মেয়ে

  • তাল : -

সোনার বরণ মেয়ে

সোনার বরণ মেয়ে আমার ‘নন্দা’ কোলে আয়।
(প’রে) সোনার বসন সোনার ভূষণ সোনার নূপুর পায়॥
(আমার) কালো মেয়ের দুখ্‌ ভোলাতে কে শ্যাম অঙ্গ সোনায় মুড়েছে,
(মা’র) গৌরীরূপ দে’খে আমার চোখ জুড়িয়ে যায়॥
(এই) হেম-বরণী বালিকাকে কালিকা কে বলে, কে ভয়ঙ্করী বলে
(তাই) আনন্দিনী রূপ দেখালো ‘নন্দা’ রূপের ছলে এলো কন্যা হয়ে কোলে।
গোধূলি-লগনে বধুর বেশে, দাঁড়ালি মা অঙ্গনে মোর হেসে
শিব-লোকে যাবার আগে দেখা দিয়ে মায়, বুঝি চাহিস মিা বিদায়॥