হর হর শঙ্কর

  • তাল : -

হর হর শঙ্কর

নাটিকা : ‘সেতুবন্ধ’

হর হর শঙ্কর! জয় শিব শঙ্কর!
দানব-সন্ত্রাস, জয় প্রলয়ঙ্কর! জয় শিব শঙ্কর!
নিপীড়িত জন-মন-মন্থন দেবতা,
আন অভয়ঙ্কর স্বর্গের বারতা!
জাগো মৃত্যুঞ্জয় সংহর, জয় শিব শঙ্কর!
এসো উৎপীড়িতের রোদনের বোধনে
বজ্রাগ্নির দাহ ল’য়য়ে রোষ নয়নে।
ভীম কৃপাণে ল’য়ে মৃত্যুর দণ্ড,
দৈত্যারি-বেশে এসো উন্মাদ চণ্ড,
ধ্বংস-প্রতীক মরু-শ্মশান সঞ্চর! জয় শিব শঙ্কর!