হরি মোরে হোরির রং দিও না

  • তাল : -

হরি মোরে হোরির রং দিও না

হরি মোরে হোরির রং দিও না, আপনি রঙ্গীলা আমি।
বঁধু তোমার প্রীতি অঙ্গে রং দিয়ে যায় দিবস যামী॥
তব গভীর প্রেমের আবির ফাগে হরি
অরুণ-রাঙা হল নীলাম্বরী
আজ রং বদলে গেছে রাধার প্রেম-যমুনার জলে নামি॥
রং যদি দাও ওগো শ্যামল, সেই রং দাও মোরে
যে রঙে রেঙে দেখ্‌লে আমায় এমন মধুর ক’রে
রং দেবে আর কোথায় বঁধু বল
তোমার রঙে আমার ভুবন নিত্য ঝলমল।
জনমে জনমে গায়ে রং দিতে গো রেখো পায়ে
হয়ো রাধার পরম স্বামী॥