আমি হাত তুলেছি

  • তাল : -

আমি হাত তুলেছি

(আমি) হাত তুলেছি তোর পানে মা (তুই) মোর হাত ধরবি বলে,
(তুই) ভিক্ষা কেন দিস্‌ মা হাতে হাত বেঁধে রাখ্‌ চরণ-তলে।
আমি ভিক্ষা পেয়ে চলে যাব আসিনিত সে আশাতে॥
তুই যবে হাত দিস মা ছেড়ে
চোরে প্রসাদ নেয় মা কেড়ে
তাইত মাগো ভিক্ষা পেয়েও দাঁড়িয়ে থাকি আঙিনাতে॥
পথ যে আমার ফুরিয়ে গেছে জননী তোর কোলে এসে
(আমায়) এখন শুধু ধর মা বুকে পুত্র বলে ভালোবেসে।
মা যেমনি তোর কোলে যাব
নিত্য প্রেম আনন্দ পাব্‌
দেখ্‌ব পূর্ণ চাঁদ উঠেছে মা তোর রূপের আঁধার রাতে॥