হারিয়ে গেছে ব্রজের কানাই

  • তাল : -

হারিয়ে গেছে ব্রজের কানাই

হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতী দেশে।
(তাই) সারা গোকুল কেঁদে আকুল নয়নজলে ভেসে॥
তার হাতে সেথা নাই রে বেণু;
সেথা নাই মধুবন নাই রে ধেনু
নাই সে বাঁকা শিখী-পাখা শ্যামের চাঁচর কেশে॥
তার কোমল অঙ্গে লাগত ব্যথা রাখলে বুকে ক’রে
কোন্‌ পাষাণ তারে বসিয়েছে রে সিংহাসনের পরে।
মোদের মদন-মোহন শ্যামে,
আন ফিরিয়ে ব্রজধামে।
বৃন্দাবনের গোপালকে কি মানায় রাজার বেশে॥