হাসিয়া মরি রাই কৃষ্ণ

  • তাল : -

হাসিয়া মরি রাই কৃষ্ণ

হাসিয়া মরি রাই কৃষ্ণ শ্যাম নাই যাবি হেন কোন দেশে।
সে যে সকল পন্থ দিগ্‌ দিগন্ত আগলি আছে শ্যাম বেশে॥
শুভ্র জ্যোতিরে ঘিরিয়া আছে দেখ্‌ আকাশ হয়ে শ্যাম লাবনি;
অভিমানে ফিরে আসিলে হেরিবি নিম্নে শ্যামময় অবনী।
সবই শ্যামময় শ্যামময় সবই কৃষ্ণময় কৃষ্ণময়
আলোর তৃষ্ণা শেষে হেরিবি সব দেশে – কৃষ্ণময় কৃষ্ণময়
ঊর্ধ্বে কৃষ্ণ নিম্নে কৃষ্ণ – কৃষ্ণময় কৃষ্ণময়।
(ওলো) গৌরী চাঁপার কলি, আর একটি কথা বলি
কৃষ্ণ ছেড়ে যাবি তুই কোথা।
ভাস্বর জ্যোতি যিনি ভাসুর যে হন তিনি
বলরাম আলোর দেবতা।
তুই ফিরে যে আসবি শুভ্র জ্যোতিরূপে
ভাসুরকে দেখে তুই ঘোমটা দিয়ে হাসবি, ফিরে যে আসবি।
সেই ঘোমটার আবরণে আসিবে স্মরণে ঘন শ্যাম বরণে সজনী
আসিবে ফিরে তোর মাধবী কুঞ্জে
সচন্দ্রা রজঃ নয়, সচন্দ্রা রজনী
রজঃগুণের ত্যজিয়া নির্মল সুনীল চাঁদ
আবার আসিবে ফিরে রাধা নাম ভাজিয়া।
রাধা প্রেমে মজিয়া।
বলবে রাধা রাধা
তোমার প্রেমে আমি চির-রাঁধা – রাধা! রাধা! জয় রাধা! রাধা!