হৃদি বৃন্দাবন বিহারিণী

  • রাগ : Not behag
  • তাল : -

হৃদি বৃন্দাবন বিহারিণী

হৃদি বৃন্দাবন-বিহারিণী তিনি রাধা (শ্রীরাধা)।
(আমি) তাঁহারি গোলকে প্রেম-ভিখারি তাঁরই শ্রীচরণে বাঁধা॥
দেখিয়াছি আমি তাঁহারি রূপের মাঝে
চির-সুন্দর অপরূপ মোর শ্যাম-রূপ বিরাজে
(মোর) শত জনমের সাধ ছিল তাঁর রাধা নাম সাধা॥
তাই কৃপা করে পিয়া রূপ ধরে আসেন এ পৃথিবীতে
বিরহ-যমুনা করেন সৃজন কাঁদিতে ও কাঁদাইতে।
বুঝি তাঁরও সাধ ছিল কেমন মধুর শোনা যায়
তাঁর প্রিয় নাম কবিতা-নূপুরে আমার সুরের বেণুকায়
(তাঁর) মিলনের চেয়ে ভালো জাগে বুঝি বিধুর বিরহে কাঁদা॥