হে কৃষ্ণ চাঁদ

  • তাল : -

হে কৃষ্ণ চাঁদ

হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয়ে কখন উদয় হবে?
তুমি চিরদিন কৃষ্ণা তিথির আঁধারে কি ঢাকা রবে?
বিফল পূজার কুসুমের প্রায়
হের দেহলতা ম্লান হল হায়,
পথ চেয়ে আর থাকিতে পারি না হে নাথ আসিবে কবে॥