হে নাথ তোমায় দোষ দেব না

  • তাল : -

হে নাথ তোমায় দোষ দেব না

হে নাথ তোমায় দোষ দেব না আমারি সুখ সইল না।
তুমি, চাওয়ার অধিকক দিয়েছিলে আমার দোষেই রইল না
তা আমার দোষেই রইল না॥
তুমি আপন হাতে তিলে তিলে
আমার সুখের বাগান সাজিয়ে দিলে
মোর কপাল-দোষে ফুটল না ফুল (সেথা) মলয় হাওয়া বইল না॥
সুখের দোসর সুখের সাথী তোমার আপন হাতের দান
সারা জীবন আমি তাদের করেছি নাথ অসম্মান।
নাথ, বৈরাগীর এ সইবে কেন
বিভব রতন বিলাস হেন
তারে ভিক্ষা ঝুলি দাও হে তুলি সোনার স্বর্গ লইল না
যে সোনার স্বর্গ লইল না॥