হে মায়াবী বলে যাও

  • তাল : -

হে মায়াবী বলে যাও

হে মায়াবী বলে যাও।
কেন দখিন হাওয়ার মত ফুল ফুটিয়ে চলে যাও॥
কেন ফাল্গুন এনে আনো বৈশাখী ঝড়,
কেন মন নিয়ে মনে রাখ না মনোহর;
কেন মালা গেঁথে বুকে তুলে পায়ে দলে যাও॥
কেন সাগরের তৃষ্ণা এনে দাও নাকো জল,
তুমি প্রেমময় নাকি মায়া-মরীচিকা ছল?
কেন হৃদয়-আকাশে এনে গোধূলি-লগন
অসীম শূন্যে গলে যাও॥